বিশ্বে দেড় কোটির অধিক মানুষ করোনায় আক্রান্ত


করোনায় আক্রান্তের রেকর্ড


গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২৪৬। এর মধ্যে ছয় লাখ ১৯ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯১ লাখ ১০ হাজার ৬২৩ জন।

জানা যায়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এর প্রেক্ষিতে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯। মৃত্যু হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬৬ হাজার ৫৩২। এর মধ্যে ৮১ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ৮৫। এর মধ্যে ২৮ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।