বিশ্ব ডায়াবটিস দিবস উপলক্ষ্যে হিল হোম‍্স-এর নানা কার্যক্রম


World Diabetes Day 2022


বিশ্ব ডায়াবটিস দিবস উপলক্ষ্যে গতকাল (১৪ই নভেম্বর) দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়ে গেল হিল হোম‍্স-এর বিনামূল্যে স্বাস্থ্যসেবা দান কর্মসূচি।

ঢাকার বসুন্ধরায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত এ আয়োজনে পার্টনার ল্যাব হিসেবে সহযোগিতা করেছে অনকোস মোলবায়োল। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের অঙ্গ সংগঠনটি শুরু থেকেই হিল হোম‍্স-এর পাশে থেকে কার্যক্রম পরিচালনা করছে। একই অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য পার্টনার ল্যাব ছিল প্রাভা হেলথ।

অনুষ্ঠানে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, কর্মচারীবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এগিয়ে যেতে থাকে। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দাউদ এইচ খান।

আরও উপস্থিত ছিলেন হিল হোম‍্স এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম ফজলুল করিম চৌধুরী। তিনি মনে করেন, হিল হোম‍্স টিম এভাবে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে সক্ষম। যেখানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সংযোগ স্থাপন করে দেশের সাস্থ্যখাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

হিল হোম‍্স প্রতিষ্ঠানটির ব্যক্তিবর্গ দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচি পরিচালনা করে। সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মিসুচিতে বিনামূল্যে স্যাম্পল গ্রহণ করে অনকোস মোলবায়োল ও প্রাভা হেলথ ল্যাবের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিনামূল্যে FBS (Fasting blood sugar) ও RBS (Random Blood sugar) এর পরীক্ষা হয়। পরীক্ষা করতে আসা সকল পেশেন্টের রেজিস্ট্রেশন ছিল বিনামূল্যে।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্যাম্পল দিতে আসা ব্যাক্তিবর্গ। বিশেষ করে নানান ঝুট ঝামেলায় ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে পারে না, বিনামূল্যে এমন এক কার্যক্রম তাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

হিল হোম‍্স একটি অনলাইন ভিত্তিক সাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান। যারা ওয়েবসাইট ও হিল হোম‍্স মোবাইল অ্যাপের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। ঢাকার বিভিন্ন প্রান্তে বেশ কিছু ল্যাবরেটরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে পেশেন্টের ডায়াগনস্টিক সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

এছাড়া ঘরে বসে স্যাম্পল দান করার সুবিধা তো আছেই। মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করলে, অ্যাপেই টেস্ট রিপোর্ট সহ যাবতীয় সব ধরনের তথ্য পাওয়ার সুযোগ আছে। ফলে ল্যাবে যাওয়ার ঝামেলা এড়ানো সম্ভব। এতে যেমন সময় বাঁচবে, তেমনই অর্থের অপচয় রোধ হবে। স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও সহজলভ্য করাই মূলত হিল হোম‍্স এর প্রধান লক্ষ্য।

এই ধারাবাহিকতায় গতকাল (১৪ই নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। আগামী বুধবার (১৬ই নভেম্বর) ঢাকার শ্যামলীতে অবস্থিত আশা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ডায়াবেটিস এমন এক রোগ, যে রোগের নিরাময় নেই। নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনের বাকি সময় পার করতে হবে। তাদের। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে হৃদরোগ বা কিডনি রোগের মতো কঠিন সমস্যার দেখা দিতে পারে। তাই সুস্থ সবল থাকার জন্য ডায়েবেটিস নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যকীয়।