লকডাউনের মাঝে সবকিছু বন্ধ। এমন অবস্থায় ভার্চুয়ালভাবে বিয়ে সেরে ফেলতে চান অভিনেত্রী সায়ন্তনী ঘোষ।
সম্প্রতি সায়ন্তনীর একটি সাক্ষাতকারের পর এমনই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। ধারণা করা হচ্ছে বন্ধু অনুরাগ তিওয়ারির সঙ্গে এই লকডাউনের মধ্যেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সায়ন্তনী জানান, অনেকদিন ধরেই বিয়ের জন্য চিন্তাভাবনা করছেন তাঁরা। কবে, কীভাবে বিয়ে করবেন সে বিষয়ে চিন্তাভাবনা করেননি।
কবে বিয়ে করছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিলে অবশ্যই সবাই সবকিছু জানতে পারবেন বলে জানান সায়ন্তনী। অনুরাগ এবং তিনি কবে আইনিভাবে এবং সামাজিকভাবে বাঁধা পড়বেন, সে বিষয়ে চিন্তাভাবনা করেননি।
সেই কারণে এখন যদি তাঁরা বিয়ে করেন, তাহলে ভার্চুয়ালি হবে সেই অনুষ্ঠান। লকডাউনের জেরে সামাজিক রীতি, নিয়ম মেনে যেহেতু সাতপাকে বাঁধা পড়া সম্ভব নয়, সেই কারণে ভার্চুয়ালিও বিয়ে সারতে পারেন বলে ইঙ্গিত দেন সায়ন্তনী।