রাজধানী ঢাকা থেকে খুলনায় বেড়াতে এসে করোনা শনাক্ত হওয়ার সত্ত্বেও আবারো গোপনে ঢাকায় ফিরেছেন পলি খাতুন নামের এক নারী।
জানা গেছে রোববার (১০ মে) খুলনা মেডিকেল কলেজে করোনার শনাক্ত হয় ওই নারী। শনাক্ত হলেও পরে কাউকে কিছু না জানিয়েই আবারো ঢাকা চলে এসেছেন বলে জানিয়েছে তার পরিবার।
পলির বোন পপি জানান, তার বোনের স্বামী মতিন পিকআপ গাড়ির চালক। তারা একসঙ্গে এসেছিলেন, আবার চলে গেছেন।
এ বিষয়ে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ জানান, আক্রান্ত পলি গত শনিবার তার স্বামী মতিনের সাথে ঢাকার কামরাঙ্গীচর থেকে বোনের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় আসেন।
এরপর বহিরাগত হিসেবে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে নমুনা পরীক্ষা করা হলে ওই নারীর রিপোর্ট পজিটিভ আসে। এসময় তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হলেও কাউকে কিছু না জানিয়েই তার স্বামীসহ তিনি ঢাকা ফিরে যান।
সিভিল সার্জন আরও জানান, পলি খাতুন করোনা পজিটিভ। তাই তার বোন পপির বাড়িটি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার জানান, ‘শনিবার খুমেক হাসপাতালে ঢাকা থেকে আসা পলি খাতুন নামে এক গৃহবধূ করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে যান।
ওই সময় তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা না মেনে বাড়িতে চলে যান এবং করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর তিনি গোপনে এলাকা ছেড়ে গেছেন।