ব্যাংক থেকে ঋণ নিয়েছেন মৃত বাবা! এলো পরিশোধের নোটিশ


ব্যাংক থেকে ঋণ নিয়েছেন মৃত বাবা! এলো পরিশোধের নোটিশ


ব্যাংক থেকে ঋণ পরিশোধের নোটিশ পেয়েছেন জয়পুরহাটের পাঁচুইল গ্রামের বাসিন্দা নরেশ। নোটিশে বলা হয়েছে, ২০০৫-এ ‘সশরীরে’ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছেন তার বাবা পরেশের ।

ছেলে নরেশের জানান, তার বাবা পরেশের মৃত্যু হয়েছে ১৯৯৪ সালে। মৃত্যুর ১১ বছর পর কী ভাবে তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন তা তার বোধগম্য হয়নি।

আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ দিন সোমবার!

সোনালি ব্যাংক থেকে সম্প্রতি পাঠানো নোটিশে তাকে ১০ হাজার টাকার ঋণ পরিশোধ করতে বলা হয়েছে।

নরেশ জানিয়েছেন, নোটিশ পেয়ে তিনি মনে করেছিলেন তার বাবা জীবিত অবস্থায় এই ঋণ নিয়েছিলেন। কিন্তু চিঠির নীচে দেখেন, ঋণ গ্রহণের তারিখ লেখা রয়েছে ২০০৫ সালের ৩১ অক্টোবর। যার ১১ বছর আগেই তার বাবা গত হয়েছেন।

এদিকে নরেশের অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষ সব শুনেও নিজেদের দাবিতে অনড়।