গত ১৪ জুন মুম্বাইয়ে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর থেকে এ নিয়ে চলছে আলোচনা, চলছে তদন্ত।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা পুলিশের। সুশান্ত বলিউডের স্বজনপ্রীতির মির্মমতার শিকার হয়েছিলেন অভিযোগ করেছেন অনেকে।
পাটনার ছেলে সুশান্তের কাছ থেকে একাধিক ছবির কাজ অন্যায়ভাবে নিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগও রয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানশালিসহ একাধিক নামি তারকা-নির্মাতাকে অভিযুক্ত করে মামলাও হয়েছে।
সুশান্তের ভক্তরা সালমানের বাড়ির সামনে বিক্ষোভও করেছেন। এছাড়া সুশান্তের শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের সামনেও বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘সালমান খান মুর্দাবাদ’ স্লোগান দেন।
বলিউডের প্রভাবশালী তারকারা সাধারণত নিজের আত্মীয়স্বজন কিংবা নিজের গণ্ডির কাউকে নিয়ে কাজ করতেই বেশি ভালোবাসেন। যার ফলে বলিউডের বাইরে থেকে এসে বলিউডে শক্ত অবস্থান তৈরি করা বেশ কঠিন। যার নেতিবাচক ফল ভোগ করতে হয় সুশান্তদের মতো অভিনয়শিল্পীদের।