ভারতে প্রতিদিন আক্রান্তের রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। বৃহস্পতিবার প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়েছিল। তার ঠিক পরদিনই অর্থাত্ শুক্রবার সেই সংখ্যাটা পেরিয়ে গেল ১৭,০০০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,২৯৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৯০,৪০১ জন।
এই প্রথম দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ১৭,০০০ ছাড়িয়েছে। গত বুধবার সর্বাধিক আক্রান্তের রেকর্ড হয়েছিল। সেদিন সংখ্যাটা ছিল ১৫,৯৬৮। বৃহস্পতিবার সেই রেকর্ড ভাঙে। আবার সেই রেকর্ডকেও ছাড়িয়েছে শুক্রবারের পরিসংখ্যান। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দেশে এখনও চিকিত্সাধীন ১,৮৯,৪৬৩ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২,৮৫,৬৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩,৯৪০ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৫৮.২৪%। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে আরও ৪০৭ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩০১ জন।
সুত্র: এই সময়।