করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে ভারতে। গত একদিনে দেশটিতে নতুন করে আরও ৩,৩৯০ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। সেইসাথে মৃত্যু হয়েছে আরও ১০৩ জনের।
শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮৮৬ জন। মোট আক্রান্ত বেড়ে ৫৬,৩৪২ হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১,২৭৩ জন। একদিনে সেরে ওঠার সংখ্যায় এটা রেকর্ড। দেশে সেরে ওঠার হার বর্তমানে হয়েছে ২৯.৩৫ শতাংশ। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ১৬,৫৪০ জন।
বৃহস্পতিবার দিল্লিতে ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় এটাই সর্বাধিক রাজধানীতে। প্রাণ গিয়েছে একজনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬। আক্রান্ত বেড়ে ৫,৯৮০।