ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


বিশ্বজুড়ে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট যেন হয়ে উঠছে ভারত। ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এছাড়াও গত ১৩ দিনেই ৩ লাখ নতুন সংক্রমণ হয়েছে। আর সুস্থ হয়েছেন প্রায় সোয়া ২ লাখ মানুষ। এদিকে দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে মানবদেহে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের কাজ।

ভারত ইতোমধ্যেই সংক্রমণের দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে। ১৩০ কোটি মানুষের দেশ ভারতে যেভাবে করোনা বিস্তার লাভ করছে, ভ্যাকসিন আবিষ্কার না হলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের।

এ বিষয়ে মানুষ জানান, চারদিকে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে করে আমাদের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ছে। এই ভাইরাস যাতে অন্য রাজ্যে সংক্রমিত হতে না পারে সেই ব্যবস্থার দাবি জানায় মানুষ।

দেশটিতে গত ৩০ জানুয়ারি প্রথম করোনা শনাক্ত হয়। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যকে কোভিড সংক্রমণ প্রবণ রাজ্য হিসেবে ধরা হচ্ছে।