ভারত-চীন সম্পর্কের টানাপোড়নে ভারতে নিষিদ্ধ হয়েছিল টিকটকসহ চীনের ৫৭টি জনপ্রিয় অ্যাপ।এইবার তার ধারাবাহিকতায় দেশটিতে নিষিদ্ধ হয়েছে আরও ৪৭ টি অ্যাপ। এই অ্যাপগুলো অনেকটাই আগের অ্যাপগুলোর নকল ছিলো। সেই সাথে নতুন করে চাইনিজ নেটওয়ার্কের আওতাধীন আরও ২৭৫টি অ্যাপস এর উপরও তদন্ত চলছে।
সদ্য পাওয়া খবর অনুযায়ী ভারত সরকার নতুন করে ৪৭ টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেছে।এর ভিতর রয়েছে টিকটক লাইট,শেয়ার ইট লাইট,বিগো লাইট সহ আরও অনেক জনপ্রিয় অ্যাপ।সেই সাথে নতুন করে তদন্ত করা হচ্ছে আরও ২৭৫ টি চাইনিজ অ্যাপ।তদন্ত করে দেখা হবে যে এই অ্যাপগুলো ভারত সরকারের আইন এবং নিরাপত্তা লঙ্ঘন করছে কিনা।এই ২৭৫টি অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যাপ হচ্ছে
পাবজি মোবাইল
লুডো ওয়ার্ল্ড
আলি এক্সপ্রেস
ক্ল্যাশ অব ক্ল্যানউপরিউক্ত অ্যাপগুলো এখনি নিষিদ্ধ না হলেও এই সবগুলো অ্যাপকেই রেড ফ্ল্যাগ লিস্টে রাখা হয়েছে।যার কারনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন ভুলেই চিরদিনের মত ভারত থেকে নিষিদ্ধ করা হতে পারে জনপ্রিয় এই অ্যাপস এবং গেমসগুলো।
ভারতে নিষিদ্ধ হচ্ছে পাবজি,আলিএক্সপ্রেস!
