ভারতে প্লাজমার বদলে মাল্টার রস প্রবেশের অভিযোগ, রোগীর মৃত্যু


ভারতে প্লাজমার বদলে মাল্টার রস প্রবেশের অভিযোগ, রোগীর মৃত্যু


ভারতের উত্তরপ্রদেশে এক বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে প্লাজমার বদলে শরীরে কমলার রস দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ কুমার নামের ওই রোগীর মৃত্যু হয়েছে।

মৃত প্রদীপ কুমারের পরিবার দাবী করছে, প্লাজমার বদলে ড্রিপের মাধ্যমে কমলার রস দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে একটা ভিডিও সামনে এসেছে, যেখানে এক ব্যক্তিকে বলতে দেখা যাচ্ছে যে রক্তের প্যাকেটে মোসাম্বীর রস রয়েছে।

এই গুরুতর অভিযোগ সামনে আসার পরে জেলার মুখ্য স্বাস্থ্য অফিসার হাসপাতালটি সিল করে দিয়েছেন। চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি

ডেঙ্গু রোগীদের রক্তে প্লেটলেট সংখ্যা কমে গেলে তাকে প্লাজমা দিতে হয়। মৃত ডেঙ্গু রোগীকে প্লাজমার বদলে কমলার রস দেওয়া হয়েছিল কী না তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়

হাসপাতালের মালিক সৌরভ মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “ওই রোগীর প্লেটলেটের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি নেমে গিয়েছিল। তার আত্মীয়স্বজনকেই আমরা প্লেটলেট নিয়ে আসতে বলেছিলাম। তারা এসআরএন হাসপাতাল থেকে ৫ প্যাকেট প্লেটলেট নিয়ে এসে আমাদের দিয়েছিলেন। কিন্তু ড্রিপের মাধ্যমে ওই প্লেটলেট দিতেই রোগীর শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গেই আমরা ড্রিপ বন্ধ করে দিয়েছিলাম।