ভিয়েতনামে কারওকে বারে আগুন; নিহত ১২


ভিয়েতনামে কারওকে বারে আগুন; নিহত ১২


ভিয়েতনামে একটি কারওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প কারখানা এলাকায় অবস্থিত বারটিতে আগুন লাগে।

আরও পড়ুনঃ তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা কিসের আভাস

এ বিষয়ে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, “আগুন লাগার পর আমি অনেক আতঙ্কিত হয়ে পড়ি আর বাঁচার জন্য দৌঁড়ে পালাই। কীভাবে এটি হলো আমি মনে করতে পারছি না।”

এদিকে বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি দেশজুড়ে শহর ও প্রদেশগুলোর কর্তৃপক্ষকে কারওকে বারসহ আগুন লাগার সম্ভাবনা আছে এমন সবগুলো স্থাপনার নিরাপত্তা মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন।