বিশ্বজুড়ে চলমান করোনা মহামারী ভ্যাকসিন ছাড়াই দূর হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ডাক্তারদের কাছে পাওয়া তথ্য থেকেই তিনি এমন মন্তব্য করেন।
এদিকে শুক্রবার পর্যন্ত আমেরিকায় ১২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ হাজারেরও বেশি মানুষের। এমন প্রেক্ষাপটে সম্প্রতি করোনার ভ্যাকসিন দ্রুত আনতে একটি প্রজেক্ট হাতে নেয় হোয়াইট হাউস। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, নির্দিষ্ট একটি সময়ের পর করোনা নিজে থেকেই শেষ হবে।
ট্রাম্প বলেন, কিছু নির্দিষ্ট সময়ের পর আমরা আর করোনা খুঁজেই পাবো না। ইতোমধ্যে এটি বিদায় নেয়ার অবস্থানে আছে।
তবে তার এমন কথার ভিত্তির উৎস কি সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডাক্তারদের কথার ভিত্তিতেই আমি বলছি। তারাই আমাকে জানিয়েছে যে করোনার বিদায়ের সময় হয়ে এসেছে।