মধ্যপ্রাচ্যের যেসব দেশে শিথিল হয়েছে ‘লকডাউন’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করায় এবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাদের সরকার লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে।

দেখে নেয়া যাক লকডাউন শিথিল করা দেশগুলো

ইরান
প্রাণঘাতী করোনায় অন্যতম আক্রান্ত দেশ ইরান। সরকারি তথ্যমতে, দেশটিতে ৬ হাজার ২০০ জন মারা গেছে। এখন লকডাউন কিছুটা শিথিল করতে যাচ্ছে তারা। যেসব এলাকা করোনভাইরাস থেকে ধারাবাহিকভাবে মুক্ত হয়েছে, সেসব এলাকায় মসজিদ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সরকার।

গত রোববার প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেশের প্রশাসনিক বিভাগের প্রায় এক–তৃতীয়াংশ বা ১৩২টি এলাকায় মসজিদ পুনরায় খুলে দেওয়া হবে। গতকাল সোমবার থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে।

জর্ডান
রোববার থেকে অর্থনৈতিক কার্যক্রমের উপর সকল বিধিনিষেধ তুলে নিয়েছে জর্ডান। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তারিক হামমুরি বলেন, ব্যবসা ও শিল্প এখন উৎপাদন পুনরায় চালু করতে সক্ষম হবে। সুরক্ষা নির্দেশিকাসহ গণপরিবহণ আবার চালু করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও স্কুল বন্ধ থাকবে এবং রাতের কারফিউ কার্যকর থাকবে।

বাহরাইন
রমজান শুরুতেই শিথিল করে দেশটি। তবে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। এর আগে গত ৯ এপ্রিল শপিং মল ও কিছু দোকানপাট পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়।

আরব আমিরাত আবুধাবিতে শপিং মল পুনরায় খুললেও গ্রাহকসংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে।

সরকারি গণমাধ্যম জানিয়েছে, শনিবার ৩০ শতাংশ গ্রাহকসক্ষমতা রেখে এবং পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা রেখে শপিং মলগুলো চালু হয়েছে। সুরক্ষাব্যবস্থায় শরীরের তাপমাত্রা পরীক্ষাও চলছে। রোববার শারজায় মল, সেলুনসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আবার চালু হয়েছে। বাণিজ্যিক কেন্দ্রগুলো দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। খাবার ও ওষুধের দোকান ২৪ ঘণ্টায় খোলা রাখা যাবে। ক্রেতাদের অবশ্যই মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করতে হবে।

দুবাই পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম জানায়, সেখানে একটি গাড়িতে শুধু দুইজন চলাফেরা করতে পারছে।

সৌদি আরব
গত ২৬ এপ্রিল সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাইকারি ও খুচরা দোকান, বিপণিকেন্দ্র ও মলগুলোকে ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দুই সপ্তাহের জন্য পুনরায় কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে। ঘোষণা অনুযায়ী, খুচরা দোকান ও শপিং মলগুলো গত বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে।

লেবানন
গতকাল সক্ষমতা সীমিত করে কিছু রেস্তোঁরা খোলার অনুমতি দিয়েছে লেবানন সরকার।

ইসরায়েল
সাত সপ্তাহের মধ্যে রোববার প্রথম আংশিকভাবে স্কুল খুলেছে ইসরায়েলে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৮০ শতাংশ স্কুল খুলে গেছে।

আল জাজিরা