মারা গেলেন আমির খানের ছায়া সঙ্গী, বন্ধু তথা সহ পরিচালক আমোস। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমোস-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
জানা যায়, সকালে অসুস্থ হয়ে পড়তে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আমোস-এর মৃত্যু হয়। আমোসের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান করিম হাজি, আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও সহ আরও অনেকেই।
করিম হাজির বলেন, ‘আমোসের সেই অর্থে বড় কোনও শারীরিক সমস্যা ছিল না। তবুও কেন এমনটা হল, সেটা বোঝা যাচ্ছে না। আমোসের মৃত্যুতে আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও দুজনেই ভেঙে পড়েছেন। কিছুদিন আগেই আমোসের দাদুর মৃত্যু হয়েছে। আর এরপরই এমন ঘটনা ঘটলো।’
আমোসের স্ত্রী ও দুই সন্তান মুম্বইতেই থাকেন।
দীর্ঘ ২৫ বছর ধরে আমির খানের সঙ্গে কাজ করেছেন আমোস। সুপারস্টারের সঙ্গে দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আমোস খুবই সাধারণ জীবনযাপন করতেন বলেই জানা গেছে।