‘মৃত্যুহীন’ দিন অতিবাহিত করল নিউইয়র্ক সিটি


যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ!


১৩ জুলাই সোমবার, যেদিন করোনাভাইরাস আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু ঘটেনি। সংক্রমণের শুরু থেকে এই প্রথম এমন এক দিন অতিবাহিত হয়েছে নিউইয়র্ক সিটির।

সিটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বস্তিদায়ক এ তথ্য ১৩ জুলাই সোমবার উপস্থাপনকালে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

মেয়র বলেন, এমন একটি দিন ১৩ মার্চের পর অনেক বেশি প্রত্যাশিত ছিল। এজন্যে সিটির সর্বস্তরের অধিবাসী, সম্মুখযোদ্ধাগণকে ধন্যবাদ জানাচ্ছি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত এই সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৬৬৯। এর সাথে আরও ৪ হাজার ৬১৩ জন রয়েছেন যারা করোনাতেই মারা গেছেন বলে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে বিভিন্ন পর্যায়ে।