কোরবানির ঈদে ক্রেতাসাধারণের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিতে যমুনা ইলেকট্রনিক্স ‘যমুনা ঈদ ক্যাশব্যাক’ অফার ঘোষণা দিয়েছে।
অফারের আওতায় যমুনা ইলেকট্রনিক্সের সব পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। আগামী ১৪ আগস্ট পর্যন্ত অফারটি বহাল থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ইলেকট্রনিক্সের সব প্লাজা, ডিলার, ডিস্ট্রিবিউটর এবং ই-কমার্স সাইট (estorejamuna.com) থেকে যমুনার পণ্য কিনে ক্রেতারা ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। পণ্য কেনার পর আউটলেট কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত অ্যাপসে পণ্য রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের পর ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতার প্রাপ্ত ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।
কেবলমাত্র রেজিস্ট্রেশনকৃত পণ্যই ওয়ারেন্টির আওতাভুক্ত হবে। যমুনা রেফ্রিজারেটর, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, ফ্যান এবং স্মল এপ্লায়েন্সসহ সব পণ্য এই প্যাকেজের আওতায় থাকবে।