যে চারটি শর্ত মেনে খোলা যাবে ব্যবসা প্রতিষ্ঠান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


দেশে চলমান করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই ছুটি ঘোষণা করেছে সরকার। সেইসাথে রমজান ও ঈদকে কেন্দ্র করে আগামী ১০ মে থেকে হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে।

কিন্তু দোকানপাট, ব্যবসা-বাণিজ্য শুরু করতে সাথে চারটি শর্ত জুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি এফবিসিসিআইয়ের সভাপতি, দেশের সব বাণিজ্য সংগঠন ও চেম্বারের সভাপতি এবং চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠির শর্ততে বলা হয়েছে-

১. দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

২. দোকানপাট ও শপিং মলে কেনাবেচার সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধির নিশ্চিত করতে হবে।

৩. প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়াসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।

৪. শপিংমলে আগত সকল প্রকার যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ১৬ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) সাধারণ ছুটি বৃদ্ধি /জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/ সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।