রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে ছাত্রদলের ৩ নেতা আহত


ছাত্রদলের ৩ নেতা #paperslife


রাজধানীর গেন্ডারিয়ায় রিকশায় করে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের ৩ নেতা আহত হয়েছেন।

আহত ৩ জন হলেন- কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন ও মুন্না।

শনিবার দুপুরে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদলের ৩ নেতা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি। কে বা কারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, এ বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।

আরও পড়ুনঃ যারা আছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ আহ্বায়ক কমিটিতে

হামলার বিষয়ে ছাত্রদল নেতা মুন্না বলেন, দয়াগঞ্জ মোড়ের ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি রিকশায় করে তারা যাচ্ছিলেন। এ সময় কয়েকজন রিকশা থামিয়ে তাদের ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।