এবার করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে হাসপাতালের ৩৯ এবং ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হচ্ছেন- রাজশাহী নগরীর আমবাগান এলাকার ইসরাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৪৫) এবং শিরোইল কলোনী বড় মসজিদ এলাকার মৃত আবদুল গফুরের ছেলে সিয়ামুল হক (৬০)।
এদের মধ্যে সাইদুর রহমান হাসপাতালের ৩৯ এবং সিয়ামুল হক ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে সাইদুর রহমান হাসপাতালে এসেছিলেন শনিবার। এর আগের দিন শুক্রবার ভর্তি হন সিয়ামুল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।