করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাড়িতেই মৃত্যু হয়েছে এক নারীর। বুধবার (১৩ মে) ঢাকার দোহার উপজেলায় দুপুরে রাস্তাতেই সেই নারীর মৃত্যু হয়। ওই নারীর বাড়ি রাইপাড়া ইউনিয়নের লটাখোলা গ্রামে।
দোহার উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হলো বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
পরিবার সূত্রে জানা যায়, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
রাত ১২টায় মোবাইলে আসা মেসেজে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। তাৎক্ষণিকভাবে আক্রান্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।