রূপার দাম বেড়ে দ্বিগুন, রেকর্ড ছাড়াচ্ছে স্বর্ণের দাম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনাকালে প্রতিনিয়ত বাড়ছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে কিছুতেই এ মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না।সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯০৬ মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি আউন্স স্বর্ণের মূল্য এ বছরের শেষের দিকে দুই হাজার ছাড়িয়ে যাবে। এছাড়া বাড়ছে রূপার দামও। বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার।

চলতি বছরের মার্চের তুলনায় বর্তমানে মূল্য দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের পাশাপাশি রূপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

স্বর্ণের দামের ২০১১ সালেরও রেকর্ড এরই মধ্যে ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে কিনা, সে ব্যাপারেও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

এএসজেড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেনিয়েল হাইনেস বলেন, করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের নয়া পদক্ষেপের কারণে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। মহামারী পরিস্থিতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের দামও বাড়ছে। তিনি মনে করেন, এ বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: এএফআর