রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সাড়ে ৩’শ দোকান-ঘর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


কক্সবাজারের উখিয়া উপজেলার কুুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০ টির বেশী দোকানপাট এবং প্রায় তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে। ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন রোহিঙ্গা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকান্ড ঘটে। এতে মুহুর্তের মধ্যে স্থানীয় স্টেশনের দোকানপাট ও আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকানপাট এবং প্রায় ৩ শতাধিক রোহিঙ্গাদের বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ জন রোহিঙ্গা আগুনে পুড়ে দৌঁড়ঝাপে আহত হলেও কারো নিহত হওয়ার ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্যাম্পের স্টেশনস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছে রোহিঙ্গারা।

এদিকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দ্দৌজা জানান, অগ্নিকান্ডের কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে এবং ক্ষয়ক্ষতি পরিমাপ করা হচ্ছে। প্রাথমিকভাবে ৩১২টি ঘর ও ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও ৫০ টি ঘর আংশিক পুড়ে গেছে। ঘটনায় আহতদের রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।