লকডাউনের নতুন পদ্ধতি জারি করল পশ্চিমবঙ্গ সরকার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনা সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। এমতাবস্থায় এবার এই ভাইরাস মোকাবেলায় নতুন পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন করা হবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ ও কড়া লকডাউন জারি থাকবে বলে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। এছাড়াও আগামী সপ্তাহে বুধবার পুরো লকডাউন থাকবে রাজ্য। আরেকটি দিন কবে তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। সেই বিষয়টি বিবেচনা করে সপ্তাহে দু’দিন লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য়, দেশে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে আইএমএ। পাশাপাশি কেরলেও গোষ্ঠী সংক্রমণের কথা মেনেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রেক্ষাপটে বাংলায় যেভাবে রোজই সংক্রমণের সংখ্যা বাড়ছে, তাতে এদিন যে আশঙ্কার কথা বললেন স্বরাষ্ট্রসচিব, তা ‘উদ্বেগজনক’ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

উল্লেখ্য, গত শনিবারই সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য়সচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, বাংলার পরিস্থিতি ‘উদ্বেগজনক নয়’। সেইসাথে তিনি আরও জানান, সার্বিকভাবে আর লকডাউন জারির পরিকল্পনা নেই, যদি না পরিস্থিতি আরও মারাত্মক হয়। এদিকে, কনটেনমেন্ট জোনভুক্ত এলাকাতেই শুধুমাত্র পূর্ণ লকডাউন চলছে।