লকডাউনের মধ্যে শুটিংয়ে সালমান খান?


salman#paperslife


লকডাউনের মধ্যে শুটিং করছেন বলিউড অভিনেতা সালমান খান? পুরো ভারতজুড়ে যখন লকডাউন চলছে, তখন নিয়ম ভেঙে সালমান খান কিংবা সালমান খান প্রোডাকশন হাউস কোনও কাজ শুরু করেনি আর করবেও না।

যদি কেউ এই ধরনের গুজব রটান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার এভাবেই হুঁশিয়ারি দিলেন এই বলিউড অভিনেতা।

তেরে বিনা মুক্তি পাওয়ার পর, ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজের ওই গান। পানভেলের
বাগান বাড়িতে বসেই ওই কাজ করা হয়।

সালমান খানের রাধে চলতি বছর ইদে মুক্তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে সে বিষয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করেননি বলিউড ভাইজান।

সালমান খান কিংবা তাঁর প্রোডাকশনের নাম করে কেউ যদি কোনও ধরনের মিথ্যে খবর বা গুজব ছড়ান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানান সালমান খান।