এবার পানভেলের ফার্মহাউসে জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল সালমান খানকে। লকডাউনের সময়টাতে দল-বল নিয়ে নিজের ফার্মহাউসে আছেন সালমান। সে দলে আছেন জ্যাকলিনও।
সালমান-জ্যাকলিনের রোমান্সের ভিডিও আবার সালমানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অবাক হচ্ছেন তো!
আসলে এই লকডাউনে একটি গানের মিউজ়িক ভিডিও তৈরি করে ফেলেছেন তিনি। ১২ মে সেটি রিলিজ় পাবে ইউটিউবে। তার আগে সেই ভিডিওর টিজ়ার প্রকাশিত হল রোববার। সেই ভিডিওতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন।
‘তেরে বিনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাব্বির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া।