করোনা সংক্রমণে ভারতে চলমান লকডাউনের মধ্যেই এবার বলিউড সুপারস্টার সালমান খানের পানভেলের খামারবাড়িতে কোয়ারেন্টাইনে আছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
সে কারণেই সাল্লু ভাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি শ্রীলঙ্কান এ সুন্দরী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রকোপের সময় ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কনটেন্ট (আধেয়) মুক্তি দেওয়া হচ্ছে। থেমে নেই তারকাদের ফটোশুট।
জ্যাকুলিন ফার্নান্দেজ প্রথমবার ডিজিটাল ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ বার্তা জানিয়েছেন তিনি। একটি ছবি শেয়ার দিয়েছেন, সেখানে তাঁকে ঘোড়ার সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে।
লকডাউনে সালমান খানের পানভেল খামারবাড়িতে রয়েছেন জ্যাকুলিন। বাজার ইন্ডিয়া সাময়িকীর মে সংখ্যায় প্রচ্ছদকন্যা হয়েছেন তিনি। এ অভিনেত্রী বলেছেন, খামারবাড়িতে তিনি প্রকৃতির সান্নিধ্যে রয়েছেন।
সালমানের খামারবাড়িতে জ্যাকুলিনের থাকার অভিজ্ঞতা মধুর। করোনা মহামারিতে মানুষের দুর্ভোগের কথাও স্মরণে রয়েছে তাঁর। তবু প্রকৃতির সান্নিধ্যে থাকতে পেরে ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন জ্যাকুলিন।
সাময়িকীটিকে জ্যাকুলিন বলেছেন, এ জন্য তিনি কৃতজ্ঞ। সেখানে থেকেই দরিদ্রদের যথাসাধ্য সহায়তার চেষ্টা করছেন। সবার সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।
স্বাস্থ্যসচেতন হিসেবে বলিউড সুপারস্টার সালমান খানের পরিচিতি আছে বেশ। জিমে কাটানো তাঁর বিভিন্ন ছবি, ভিডিও প্রকাশ্যে আসে নিয়মিতই। সম্প্রতি সালমানের তেমনই একটি ছবি প্রকাশ্যে আনেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
সালমান বর্তমানে তাঁর প্যানভেল ফার্ম হাউসে স্বেচ্ছায় সপরিবারে আইসোলেশনে রয়েছেন। সেখানে তাঁর মা সালমা, বোন অর্পিতা খান ও তাঁর স্বামী আয়ুশ শর্মা, তাঁদের সন্তান আয়াত ও আহিল, সালমানের ভাতিজা নির্বাণও আছে।
প্যানভেলে থাকাবস্থায়ই সালমান তাঁর ভাগ্নে আবদুল্লাহকে হারান। মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান আবদুল্লাহ। সালমানের বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন।
জ্যাকুলিনকে সর্বশেষ নেটফ্লিক্স ফিল্ম ‘মিসেস সিরিয়াল কিলার’-এ দেখা গেছে। এতে আরো অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও মোহিত রানা।