গাড়ির চালকের আসনে ছোট্ট শিশুকে দেখে হতবাক পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উটাহ মহাসড়কে।
ধীর গতিতে গাড়ি চলতে দেখে সন্দেহ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সে অনুসারে গাড়ি থামানোর সঙ্কেত দেন তিনি। এরপর দেখা যায়, চালকের আসনে বসে রয়েছে পাঁচ বছরের ছেলে।
সেই ঘটনার একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পর কয়েক লাখ মানুষ এরই মধ্যে দেখেছেন। উটাহ হাইওয়ে পুলিশ সেই ঘটনার বর্ণনা দিয়ে একটি টুইট করার পর তা বহু মানুষ রিটুইট করেন।
জানা গেছে, বিশাল হাইওয়ের একেবারে বাম পাশ দিয়ে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিল ওই শিশু। পুলিশ তার গাড়ির গতি রোধ করার পর জানতে চায়, তোমার বয়স কত? জবাবে শিশুটি জানায়- পাঁচ বছর। এতে চমকে যান ওই পুলিশ সদস্য।
শিশুটি জানায়, সে তার বাবার কাছে ল্যামবোরগিনি গাড়ি কিনতে চেয়েছিল। কিন্তু তার মা এতে রাজি হয়নি। এজন্য তাদেরকে বাড়িতে রেখে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ল্যামবোরগিনি কেনার জন্য।
সে আরো জানায়, বাড়ি থেকে বেরিয়ে ক্যালিফোর্নিয়া যাচ্ছে এবং সেখান থেকে নিজের জন্য ল্যামবোরগিনি কিনবে। আর এজন্য তার মানিব্যাগে তিন ডলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।