দেখেছি তোমাকে,,
কাজল কালো দুটি চোখে,একটু গাড় নীল শাড়ীতে,
ভেবেছি তখন আমি, আমার জন্ম হয়েছে শুধু তোমারি জন্যে।
“ভুলে গিয়েছি তখন আমি, যে মা দিয়েছে আমাকে জন্ম”
করেছি কতো না পাগলামি,দিয়েছি ভালবাসা আছে যত অন্ত্ররে,
পাইনি কখনো ভয়,করেছি কতো বাধা বিঘ্ন পার তোমারি জন্য।
” সে মা করেছে পাগলামি, দিয়েছে ভালবাসা আছে যতো অন্তরে,
করেছে সে কতো না কষ্ট সহ্য আমাকে ভালো রাখার জন্য”
“ভুলে গিয়েছি তখন আমি, যে মা দিয়েছে আমাকে জন্ম”
গড়ে তুলেছি যতো সপ্ন মনের অন্ত্ররালে তোমাকে ঘিরে,
বেঁচে থাকতে চাই সারা জীবন তোমারি হাত ধরে।
“মা গড়ে তুলেছে যতো সপ্ন মনের অন্ত্ররালে আমাকে ঘিরে,
দেখেছে সে সপ্ন তার ছেলে হবে একদিন অনেক বড়”
“ভুলে গিয়েছি তখন আমি, যে মা দিয়েছে আমাকে জন্ম”
করেছি তোমাকে সঙ্গী-সাথী, হয়েছো তুমি অনেক আপন।
“পর করেছি নিজের মাকে তোমাকে ভেবেছি অনেক আপন”
“ভুলে গিয়েছি তখন আমি, যে মা দিয়েছে আমাকে জন্ম”
যখন তুমি চেয়েছো যা খুশি, করিনি কখনো চিন্তা দিয়েছি সব কিছু।
“মা যখন চেয়েছে একটু কিছু, দিয়েছি যত অজুহাত বাহানা সবটুকু”
“ভুলে গিয়েছি তখন আমি,যে মা দিয়েছে আমাকে জন্ম”
রেখেছি তোমাকে অনেক সুখে,কতো না সুন্দর ঘরে!
“মাকে রেখেছি অনেক দুঃখে, রেখেছি বৃদ্ধাশ্রমে”
“ভুলে গিয়েছি তখন আমি, যে মা দিয়েছে আমাকে জন্ম”
ভেবেছি তখন আমি আরো থাকা যায় কতটা সুখে!
“বৃদ্ধাশ্রমে বসে মা দোয়া করে আল্লাহর কাছে তার ছেলে যেন থাকে সব সময় সুখে”
“ভুলে গিয়েছি তখন আমি,যে মা দিয়েছে আমাকে জন্ম”
পেপার’স লাইফ/কবিতা/শহিদুর রহমান