একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তার ছবি, অনেকেই ভেবেছিলেন আর ফিরতে পারবেন না শাহরুখ খান। কিন্তু তিনি ফিরলেন, সাথে হাজার কোটির ম্যাজিক ছড়ালেন।
পাঠানের পর জাওয়ান এবার এক হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
জানুয়ারিতে পাঠান মুক্তির পর থেকেই ছিল শাহরুখ খানের জাওয়ান-এর অপেক্ষা। দীর্ঘ আট মাসের সেই অপেক্ষার পর দেখা গেলো পাঠান দিয়ে বক্স অফিসে যে নজির গড়েছিলেন শাহরুখ, জাওয়ান এর মাধ্যমে নিজেই ভেঙেছেন সেই রেকর্ড।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জওয়ান মুক্তির আগে থেকেই এর সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এর দ্বিতীয় কিস্তি আসবে।
এ প্রসঙ্গে অ্যাটলি কুমার বলেন, আমার প্রত্যেক সিনেমার শেষে এমন কল্পনাকে প্রশ্রয় দেওয়া থাকে। জাওয়ান এ আমি ভবিষ্যতের আভাস রেখেছি। এখন অথবা পরে সিক্যুয়েল নিয়ে আসতেই পারি। আর একদিন না একদিন আমি অবশ্যই জাওয়ান এর সিক্যুয়েল নিয়ে আসব।
এরই মধ্যে হিন্দি ছবি হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে এক হাজার কোটি রুপির মাইলফলক পূর্ণ করে ফেলেছে জাওয়ান।