গেল এক সপ্তাহ নানা আলোচনার পর অবশেষে টেলিভিশনের কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কেন্দ্র শুরু হচ্ছে।
আগামীকাল সকাল ১০ টায় মহাখালী সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে) এ কার্যক্রম শুরু হবে।
প্রতিদিন অন্তত ২০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। এ সংখ্যা পরে বাড়বে এ জানা যায়।
বিজেসির এ উদ্যোগে যাবতীয় প্রযুক্তিগত ও ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন গাজী গ্রুপ। সহযোগিতায় এগিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া সাহায্য সহযোগিতায় আছে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান olwel.com।
এ সুবিধা গণমাধ্যমের অন্য সহকর্মীদের জন্যও উন্মুক্ত থাকবে। প্রয়োজনে বিজেসি নির্বাহীদের ফোন করুন সিরিয়াল সংগ্ৰহ করতে বলা হয়েছে।
একই সাথে বিএসএমএমইউ এর ফাস্ট ট্র্যাক সেবাও খোলা থাকছে। শীঘ্রই আরও কিছু টেস্ট সেন্টার, এ্যাম্বুলেন্স সেবা ও নির্ধারিত হাসপাতালও যুক্ত হবে বলে জানা গেছে।