করোনা প্রকোপের মধ্যেই এবার ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস চলে গেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ৩ সন্তান নিশা, এশার এবং নোয়াকে নিয়ে লস এঞ্জেলসে নিজের বাড়ি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছে সানি।
যেখানে লস এঞ্জেলসে নিজের বাড়িতে বাগানের মধ্যে সিঁড়ির উপর বসে থাকতে দেখা যাচ্ছে সানিকে। নিশা, নোয়া, এশারকে নিয়েই ওই সিঁড়ির উপর বসে থাকতে দেখা যায় প্রাক্তন পর্ণ তারকাকে। ৩ সন্তানের সঙ্গে সানির ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
নিজের সোশ্যাল মাধ্যমে ছবি শেয়ার করে সানি জানান, লস এঞ্জেলসের বাড়িতে তাঁরা ফিরে এসেছেন, কারণ তিনি এবং ড্যানিয়ল মনে করেন বাচ্চারা এখানে সুরক্ষিত থাকবেন।
নিজেদের সন্তানদের কথা চিন্তা করেই লস এঞ্জেলসে তাঁরা হাজির হন বলে জানান সানি শুধু তাই নয়, করোনার মতো ভাইরাসের হাত থেকে সন্তানদের রক্ষা করতেই তিনি এবং ড্যানিয়েল লস এঞ্জেলসে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: জি নিউজ।