তোমার অনুভবে
বলেছিলাম ভিজতে চাই।
তুমি বলেছিলে, ভিজব একসাথে –
ধরবে এ হাত
বৃষ্টির ছোঁয়ায় হবো উন্মাতাল।
আকাশে মেঘের আবরনে সাজবে পৃথিবী ;
বৃষ্টির প্রতিটি ফোঁটায় শিহরিত হবো
আবদ্ধ হবো ভালবাসায়,
আর অবাধ্য এ মন নিয়ে –
ছুটে বেড়াবো একটুকরো স্বর্গীয় সুখের খোঁজে।
সে সবই স্বপ্ন ছিল,
আজ সেই স্বপ্নের খোঁজে কেটে যায় পুরোটা সময়।
এখনো বৃষ্টি হয়,
ভিজছি এই আমি
তবে হাতটি ধরার আর কেউ নেই।
আজও সেই ভালবাসা খুঁজে বেড়াই ;
বর্ষার প্রতিটি স্পন্দন ছুঁয়ে যায় আমায়।
আমি ছুঁয়ে যাই আমার অনুভব,
যেন তোমাকেই পাই বারিধারার এ প্রতিটি ছোয়ায়।
তোমাতেই হারাই, শিহরিত হই যেন তোমারই ছোঁয়ায় –
আর তোমার অনুভবে।
পেপারস লাইফ/কবিতা/সাকিব আহমেদ
পড়ুন :