সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজনের বিরুদ্ধে র‍্যাবের মামলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনা পরীক্ষায় স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করে র‍্যাব।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান। তিনি বলেন, জালিয়াতির এই মামলায় হাসপাতালের আটক দু’জন ও পলাতক একজনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নামধারী দুই আসামি গ্রেফতার আছে।