রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের তাড়াশে লোকজনকে চাপা দেয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। এ ঘটনায় আহত রয়েছেন আরও একজন।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনি উল্লাপাড়া উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ আলী।
এর আগে সকালে ঘটনাস্থলে মারা যান তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন, শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন, উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন। এ দুর্ঘটনায় আহত একজন সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, সকাল সোয়া ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালকুলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে।
এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাজার করতে আসা ময়নাল ও মাছ বিক্রি করতে যাওয়া মানিক হোসেন মারা যান। সন্ধ্যার আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলহাজ আলী।
সেই সঙ্গে আহত হন আরও তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে মানিক হোসেনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।