সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল


আবারও করোনায় আক্রান্ত
আবারও করোনায় আক্রান্ত

দেশে চলমান করোনা সংক্রমণে এবার অন্যতম বিভাগ সিলেটে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নতুন করে শনাক্ত হওয়া ৪০ জনকে নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের ৬ হাজার ৩০ জন।

এ বিষয়ে শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ সবগুলোই পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জের ১৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।