সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে রাসেল আহমদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল রাজধানী ঢাকার ডেমরার পশ্চিম পাড়া এলাকার শুক্কুর মিয়ার ছেলে।
আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমআ মসজিদের পেছনের গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, নিহত যুবক মানসিক রোগে ভুগছিলেন।