সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে, এছাড়া সিলেটবিভাগে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বিভাগে আক্রান্ত ৭ হাজার ৪৮৭ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ২১ জন, হবিগঞ্জে ১ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ৯১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।
রোববার (২৬ জুলাই) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৭ জনের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্তদের মধ্যে ২৪ জন সিলেট জেলার এবং ২৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।