বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় তিনি। ইতোমধ্যে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা বান্দ্রা থানায় বসিয়ে জেরা করেছে পুলিশ।
রিয়া তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্তের সঙ্গে লকডাউনে একসঙ্গে থাকতে শুরু করলেও শেষে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এমনকী সম্পর্ক থেকে বেরিয়েও আসতে চেয়েছিলেন তিনি। সুশান্ত অনুরাগীরা শুরু থেকেই অবশ্য রিয়ার দিকে আঙুল তুলছিলেন, এবার তাঁর সংকট আরও বাড়ল। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও দায়ের হল।
কুন্দন কুমার নামে বিহারের এক ব্যক্তি মুজাফফরপুর আদালতে রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতির কাছে পিটিশন দাখিল করে ওই সুশান্ত অনুরাগী জানিয়েছেন, প্রাণোচ্ছ্বল অভিনেতা হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে। সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে এই আদালতেই সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানশালী এবং একতা কাপুরের বিরুদ্ধ মামলা দায়ের হয়েছে।
পুলিশি জেরায় রিয়া অবশ্য জানিয়েছিলেন, ঝগড়া হলেও দুজনের মধ্যে কথা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, এমন নয়। ফোন, মেসেজ এমনকী ভিডিও কলেও হত। রিয়ার ফোনে দুজনের ব্যক্তিগত মুহূর্তের বিরাট সংখ্যক ছবিও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সুশান্ত রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে রিয়াকে ফোন করতেন। শনিবারও সুশান্তের শেষ কথা হয় রিয়ার সঙ্গেই।
সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াসহ এখন পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই তালিকায় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া থেকে মহেশ শেট্টি, সুশান্তের রাঁধুনি, পরিচারিকা, কেয়ারটেকার সকলেই আছেন। পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন সুশান্তের চিকিৎসক হিন্দুজা হাসপাতালের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ কেরসি চাওলাও। তিনি জানিয়েছেন, রিয়ার সঙ্গে সম্পর্কে খুশি ছিলেন না সুশান্ত। এমনকী বারবার বলতেন অঙ্কিতা লোখান্ডের কথা। অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভাঙা ভুল হয়েছে বলেও জানিয়েছিলেন সুশান্ত।
সুত্র: এই সময়।