সুশান্ত ট্র্যাজেডি: পুলিশি জেরার মুখে কঙ্গনা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার জেরা করা হবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। মুম্বাই পুলিশের তরফে ইতিমধ্যেই অভিনেত্রীর বান্দ্রার ফ্ল্যাটে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, কঙ্গনা মুম্বাই ফিরলেই তাকে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে অভিনেত্রী রয়েছেন মানালিতে নিজের পরিবারের কাছে। তার পক্ষে এখন আসা সম্ভব নয়, তাই কঙ্গনার মুম্বইয়ের বাড়ির এক পরিচারকের হাতেই নাকি নোটিস দিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে।

কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত, কিংবা কেনই বা এরকম চরম একটি সিদ্ধান্ত নিয়ে নিলেন? সেই প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে কঙ্গনা রানাউতকে। সংশ্লিষ্ট সূত্রের তরফেই জানানো হয়েছে একথা।