করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত অন্ততপক্ষে ১ লাখ ৮১ হাজার ৭৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে; মৃত্যুর এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আর আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।
এ অবস্থায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আগামী চার সপ্তাহের জন্য জাতীয়ভাবে দেশে কোভিড-১৯ এ মৃত্যুর পরিসংখ্যানের এই পূর্বাভাস দিয়েছে সিডিসি।