বিয়ের সাজে সোনম কাপুর, ভাই অর্জুন কাপুরের হাত ধরে রয়েছেন। আর অর্জুন বিয়ের পর সোনমের মুম্বাই ছেড়ে লন্ডন চলে যাওয়ার কথাই বলছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
৮ মে শুক্রবার ছিল সোনম কাপুর ও আনন্দ আহুজার বিবাহ-বার্ষিকী। সেই উপলক্ষেই E-times-এর ইনস্টাগ্রাম পেজে সোনমের বিয়ের দিনের এমন একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
শুক্রবার ৮ মে দ্বিতীয় বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে অনিল কাপুরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
নিজের বিবাহবার্ষিকীর দিন সকালে সোনম নিজেও মা-বাবা, শ্বশুর-শাশুড়ি ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের একটি মুহূর্ত শেয়ার করেছেন।
প্রসঙ্গত, লকডাউনের কারণে সোনম ও আনন্দ তাঁদের বিবাহবার্ষিকী দিল্লিতে নিজেদের বাড়িতেই সেলিব্রেট করেছেন। আলাদা করে কাপুর ও আহুজা পরিবার একত্রিত হয়ে এবছর সোনম-আনন্দের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পারেননি।