সোনম কাপুর ও আনন্দ আহুজার বিবাহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


বিয়ের সাজে সোনম কাপুর, ভাই অর্জুন কাপুরের হাত ধরে রয়েছেন। আর অর্জুন বিয়ের পর সোনমের মুম্বাই ছেড়ে লন্ডন চলে যাওয়ার কথাই বলছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

৮ মে শুক্রবার ছিল সোনম কাপুর ও আনন্দ আহুজার বিবাহ-বার্ষিকী। সেই উপলক্ষেই E-times-এর ইনস্টাগ্রাম পেজে সোনমের বিয়ের দিনের এমন একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

শুক্রবার ৮ মে দ্বিতীয় বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে অনিল কাপুরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

View this post on Instagram

“…War will only be stopped when the conscience of mankind has become sufficiently elevated to recognize the undisputed supremacy of the Law of Love in all the walks of life…” #MahatmaGandhi …. @thisisbillgates has called #Covid19 a sort of #equalizer – no matter who, everyone is exposed … and the only way to move forward, is to come together with a joint determination to be caring for one another, to be grateful for all the things that we once considered “normal”, to be understanding of other people’s positions and most importantly to be helpful, in every way possible, to our fellows. The people we often took for granted are risking their lives to ensure the rest of us can meet everyday needs. Let’s be careful with how we use resources and the more we can help others control the situation, the sooner we will win this “war”. .. Do not be fearful, be attentive and be caring. Be sparing with consumption of resources and indulgent with the sharing of them. Pray for all to be safe and near their families. 🙏🏼❤️

A post shared by anand s ahuja (@anandahuja) on

নিজের বিবাহবার্ষিকীর দিন সকালে সোনম নিজেও মা-বাবা, শ্বশুর-শাশুড়ি ও স্বামী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের একটি মুহূর্ত শেয়ার করেছেন।

প্রসঙ্গত, লকডাউনের কারণে সোনম ও আনন্দ তাঁদের বিবাহবার্ষিকী দিল্লিতে নিজেদের বাড়িতেই সেলিব্রেট করেছেন। আলাদা করে কাপুর ও আহুজা পরিবার একত্রিত হয়ে এবছর সোনম-আনন্দের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে পারেননি।