ঢাকার যেসব এলাকা, মার্কেট ও শপিংমল সোমবার বন্ধ থাকে বা অর্ধদিবস বন্ধ থাকে। উল্লেখ্য, সোমবার রাজধানী ঢাকার কোনো এলাকা পুরো বন্ধ থাকে না।
অর্ধদিবস (দুপুর ২টা) সোমবার বন্ধ থাকে:
রামপুরার মোল্লা টাওয়ার | পল্লবী শপিং মার্কেট |
আল-আমিন সুপার মার্কেট | মিরপুর বেনারশি পল্লী |
রামপুরা সুপার মার্কেট | পূরবী সুপার মার্কেট |
মালিবাগ সুপার মার্কেট | নিউ সোসাইটি মার্কেট |
তালতলা সিটি কর্পোরেশন | মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট |
মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট | সুইডেন প্লাজা |
গোড়ান বাজার | পর্বতা টাওয়ার |
মেরাদিয়া বাজার | তামান্না কমপ্লেক্স |
আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স | ছায়ানীড় সুপার মার্কেট |
দনিয়া তেজারত সুপার মার্কেট | রজনীগন্ধা সুপার মার্কেট |
আবেদীন টাওয়ার | ইব্রাহিমপুর বাজার |
ঢাকা শপিং সেন্টার | ইউএই মৈত্রী কমপ্লেক্স |
মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট | রহমান মার্কেট |
বিসিএস কম্পিউটার মার্কেট | বনানী সুপার মার্কেট |
ডিসিসি মার্কেট গুলশান-১ | ডিসিসি মার্কেট গুলশান-২ |
নাভানা টাওয়ার | আলম সুপার মার্কেট ও কলোনি বাজার মার্কেট |