নিজের চাচা করোনা শনাক্ত হয়েছেন এমন খবরে দিনাজপুর থেকে খুলনায় ফেরার পথে দুর্ঘটনায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শেখ শহীদ আলী (৩৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম- আহ্বাবায়ক। শনিবার (২৭ জুন) ভোরে খুলনায় আসার পথে পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমের ব্যবসা করার উদ্দেশ্যে ভাড়ার পিকআপ নিয়ে শহীদ আলী দিনাজপুর যান। এরইমধ্যে শুক্রবার করোনা আক্রান্ত অবস্থায় তার চাচার মৃত্যু হয়।
এ খবর শুনে দিনাজপুর থেকে খুলনায় উদ্দেশে রওনা দেন পলাশ। রাস্তায় ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বেঁচে গেলেও শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, মরদেহ আনতে শহীদ আলীর বড় বোন ঈশ্বরদীর উদ্দেশে রওনা দিয়েছেন।
মরহুমের ছোট ভাই শেখ সোহেল আহমেদ জানান, মৃত্যুকালে পলাশ আড়াই বছর ও সাত বছরের দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা শেরে বাংলানগর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।