হামাসের বিধ্বংসী হামলায় ইসরাইলে নিহত ৬০০


হামাসের বিধ্বংসী হামলায় ইসরাইলে নিহত ৬০০


ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে দাড়িয়েছে। এদিকে এ ঘটনায় আহত হয়েছেন ২ হাজারের বেশি।

আজ রোববার এক প্রতিবেদনে হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।

আরও পড়ুনঃ“রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক”

হামাসের হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

এদিকে হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ জন ইসরাইলি নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার।