হারিকেন ইয়ানের আঘাতে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র কিউবা। দেশটি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিবিসি বলছে, কিউবা উপকূলে গত সোমবার রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে তিন মাত্রার হারিকেন ইয়ান আঘাত হানে। এতে এক ব্যক্তির মৃত্যু এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, হারিকেনটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ বুধবার রাত নাগাদ এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে হারিকেন ইয়ান।
এনএইচসি আভাস দিয়েছে, ইয়ান তিন মাত্রা থেকে চার মাত্রার হারিকেনে রূপান্তরিত হয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। ফ্লোরিডার প্রায় ২৫ লাখ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন স্থানীয় গভর্নর।
গতকাল কিউবার বৈদ্যুতিক জ্বালানি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে দেশজুড়ে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এতে ১ কোটি ১০ লাখ মানুষ অন্ধকারের মধ্যে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোর একটিকে সচল করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এদিকে আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ইয়ানের কারণে কিউবার কিছু অঞ্চলে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।