হিমালয়ে চারদিন ব্যাপী বৃষ্টি, ঢাকায় বন্যার আশংকা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


হিমালয় পর্বতের পাদদেশে চার দিন ব্যাপী ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় দেশের রাজবাড়ী, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে চলমান বন্যা পরিস্থিতি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী সপ্তাহের ২১ জুলাই ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে চার দিনে আবার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে একই ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।