১১ জেলার বন্যা পরিস্থিতির অবনতির আশংকা


বন্যা পরিস্থিতির অবনতি
বন্যা পরিস্থিতির অবনতি

রবিবার মধ্যরাতে পানিপ্রবাহ সর্বকালের রেকর্ড ভাঙে তিস্তা। সব রেকর্ড ছাপিয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল ‘আগ্রাসী’ তিস্তার পানি। উপায় না দেখে তিস্তা ব্যারাজসহ আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়।

পরে গতকাল সকাল ৯টার দিকে তিস্তার ঢল কিছুটা থিতু হলে তুলে নেওয়া হয় ‘রেড অ্যালার্ট’।

এদিকে যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, ঘাঘট, ধরলা ও সুরমার পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফলে লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে। সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল এখনো ডুবে আছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় ১১ জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। জেলাগুলো হলো-কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রাজবাড়ী, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণে থাকা ২২টি স্টেশনের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এ ছাড়া ১০১টি স্টেশনের মধ্যে ৭৮টি নদীর পানি বেড়েছে। ২০টি নদীর পানি কমেছে। অপরিবর্তিত আছে তিনটি নদীর পানি।