প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস জয় করেছে কিশোরগঞ্জের ভৈরবে ১৫ মাসের শিশু রোশনী। ১২ দিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে এসেছে সে। গত সোমবার রাতে শিশুটির করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বাবা সেলিম মিয়া এবং মা জেসমিন ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হন। তাদের চিকিৎসার জন্য ভৈরব ট্রমা সেন্টারে ভর্তি হয়। পর শিশুটির করোনা পরীক্ষা করা হয়। গত ৩০ এপ্রিল শিশুটির নমুনা পরীক্ষায় তারও রিপোর্ট পজিটিভ আসে। গত ৪ মে শিশুটির মা-বাবার ফের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। আর গত সোমবার রাতে শিশুটির করোনা নেগেটিভ রিপোর্ট এলে ১২ দিন পর শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে আনা হয়। মায়ের বুকের দুধ খেয়ে শিশুটির চোখেমুখে দেখা দেয় খুশির ঝিলিক।
শিশুটির বাবা মো. সেলিম মিয়া জানান, হাসপাতালে স্ত্রীসহ দু’জনই চাকরি করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হন। পরে তাদের মাধ্যমে ১৫ মাসের সন্তানও করোনায় আক্রান্ত হয়।
তিনি বলেন, এতদিন খুবই ভয়-আতঙ্কে ছিলাম। কারণ মাত্র ১৫ মাসের শিশু সে। মহান সৃষ্টিকর্তা রহম করেছেন বলেই রোশনী করোনামুক্ত হয়েছে।