গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিধ্বংসী রূপ নিয়ে বিশ্বব্যাপী সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে এই ভাইরাস।
এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ছাড়াও ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ।
তবে প্রায় তিন সপ্তাহ পর গোটা বিশ্বে নতুন করোনা রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কমল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৬ হাজার ৭৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
এর আগে গত ৩০ জুন ১ লাখ ৬৪ হাজার ৯৮ জন রোগী শনাক্ত হন। এরপর থেকে প্রায় প্রতিদিন ১ লাখ ৭০ হাজারের বেশি রোগী পাওয়া যায়। এই ১৯ দিনের মধ্যে ৯ দিনই আবার ২ লাখের বেশি করে মানুষ সংক্রমিত হয়েছে।
জানা যায়, এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮১৯ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৮ হাজার ৯০২ জন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯৬ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৬৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ২ হাজার ৩৩৮ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ লাখ ৯৯ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ৭৯ হাজার ৫৩৩ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ১৮ হাজার ১০৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৭ হাজার ৫০৩ জনের।